কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে হেনস্তার অভিযোগ

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১১:৩৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১১:৩৯:১২ অপরাহ্ন


ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে হেনস্তার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া নারাঙ্গিপাড়া এলাকার।


অভিযোগ সূত্রে জানা যায়, পুরুড়া নারাঙ্গিপাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের মেয়ে সুমাইয়া আক্তার (২০) কে দীর্ঘদিন যাবৎ রাস্তাঘাটে কুপ্রস্তাব দিয়ে আসছিলো একই এলাকার মফিজ খানের ছেলে মেহেদী হাসান সাগর (২৮)। পরবর্তীতে সুমাইয়া আক্তার পারিবারিক ভাবে মহসিনের সাথে বিবাহ দিলে তারা ঘর সংসার করে আসছিলো। কিন্তু কিছুদিন আগে অভিযোক্ত মেহেদী হাসান সাগর সুমাইয়ার স্বামী মহসিনকে মারপিট করে।


পরে সুমাইয়া এ ঘটনায়, বিচার প্রার্থী হলে ১৯ জুলাই সন্ধার পর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের অফিসে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ এর উপস্থিতিতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মেহেদী হাসান সাগর নেতৃবৃন্দের সামনেই সালিশ অমান্য করে সুমাইয়াকে মারপিট করে এবং তার হাতে থাকা মোবাইল ফোন কাড়িয়া নেয়। পরে সুমাইয়া প্রতিবাদ করিলে মেহেদী হাসান সাগর তাকে সুযোগমত পাইলে মারপিট সহ খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।   


এ ঘটনায় ওই সুমাইয়া আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, একটি অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]