এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
বোয়ালখালীতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের চলাচলের সুবিধার্থে ও তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার পিপুল চন্দ্র নাথ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। সঠিক পরিচর্যা ও সহায়ক উপকরণ পেলে এই শিশুরা সমাজের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর সবসময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে আছে।
সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার পিপুল চন্দ্র নাথ বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর অংশ হিসেবে প্রকৃত দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে এই হুইল চেয়ার প্রদান করা হলো। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এ সময় সুবিধাভোগী শিশু ও তাদের অভিভাবকবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন হুইল চেয়ার পেয়ে শিশু ও তাদের অভিভাবকদের মুখে হাসি ফুটতে দেখা যায়।V