রাজশাহীতে এতিম শিশুদের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৯:৫২:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৯:৫২:৩৫ পূর্বাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী:


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে ছোটমনি শিশু নিবাসের এতিম ও অসহায় শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে রাজশাহী মহানগর ছাত্রদল নেতা রাকিন রায়হান রবিন ও সাব্বির আহমেদ অন্তরের আয়োজনে এই মানবিক কর্মসূচির মাধ্যমে তারেক রহমানের জন্মদিন পালন করা হয়। এ সময় এতিম শিশুদের হাতে উপহার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালিদ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দূরদর্শিতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশপন্থী রাজনীতিকে যদি ছড়িয়ে দিতে হয়, তবে এই মুহূর্তে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তাঁর সুযোগ্য নেতৃত্বেই সৃষ্টি হবে এক নতুন ইতিহাস। বিপ্লব-পরবর্তী বাংলাদেশ এখন তাঁরই অপেক্ষায় রয়েছে।"
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে রাষ্ট্রতত্ত্বাবধানে এই এতিম শিশুদের দায়িত্ব গ্রহণ করা হবে। পরে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
v

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]