নাটোরের সিংড়ায় স্কুল মাঠে নাচ-গানের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

আপলোড সময় : ২০-১১-২০২৫ ১২:৩৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ১২:৩৬:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া স্কুল মাঠে রাতভর নাচ–গানের আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহঃস্পতিবার (২০ নভেম্বর)  সকালে একই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষা থাকলেও বুধবার দিবাগত  রাতের অশ্লীলতামিশ্রিত এই আয়োজন নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এমন উন্মুক্ত অশ্লীল নাচ–গান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জায়গায় এ ধরনের অনৈতিক অনুষ্ঠান আয়োজন শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

সচেতন মহল বলছে,
“সকল শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়-
যে শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে চালিত করতে পারে না, সেই শিক্ষা সমাজের জন্য হুমকি।”

ঘটনাটির পর এলাকাবাসী আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]