গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পানিতে ডুবে আবির নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর দুইটার সময় উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে ।
নিহত আবির ওই গ্রামের
লতিফ হাওলাদারের একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনে খেলতে বের হয়েছিল আবির। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে শিশুটির চাচা আনিচ হাওলাদার বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে গলাচিপা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. তুষার আহমেদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। সঞ্জীব কুমার সাহা গলাচিপা, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পানিতে ডুবে আবির নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর দুইটার সময় উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে ।
নিহত আবির ওই গ্রামের
লতিফ হাওলাদারের একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনে খেলতে বের হয়েছিল আবির। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে শিশুটির চাচা আনিচ হাওলাদার বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে গলাচিপা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. তুষার আহমেদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। সঞ্জীব কুমার সাহা গলাচিপা, পটুয়াখালী