রাজশাহী মেডিক্যালে ভুয়া ডাক্তার আটক: আনসার সদস্যদের তৎপরতায় প্রতারক শনাক্ত

আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৯:১৩:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৯:১৩:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসাসেবা দিতে গিয়ে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে হাসপাতালের ৩ নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

হাসপাতালের ডিউটিতে থাকা অঙ্গীভূত আনসার সদস্য মোঃ শাহিনুর রহমান ও মোঃ তাজুল ইসলাম ওই ব্যক্তির চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে হাসপাতাল প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় যে তিনি ভুয়া পরিচয়ে রোগী দেখছিলেন। আটককৃত ব্যক্তির নাম সোহাগ আলী (১৭), তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এ ঘটনার পর রোগী ও স্বজনরা আনসার সদস্যদের সতর্কতা, তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

 হাসপাতাল কর্তৃপক্ষও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যা স্বাস্থ্যসেবার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]