মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় একটি নৃশংস ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয়ের এক ২০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন হাসান (১৮), রাজিব (২০), মোস্তফা হানিফ মিজানুর (২১) ও সোহেল শেখ (৩২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদের মধ্যে একজন ট্রাকচালক এবং বাকি তিনজন ট্রাক চালকের সহকারী।
স্থানীয়রা বুধবার (১৯ নভেম্বর) সকালে তাদেরকে ঘটনার স্থল থেকে পুলিশে সোপর্দ করে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া নিশ্চিত করেছেন, এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং আসামিরা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই নারী দীর্ঘদিন ধরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছিলেন এবং রাত যাপন করতেন। মঙ্গলবার রাতে চার আসামি বগুড়া থেকে আসা আলু ভর্তি একটি ট্রাকে করে স্থলবন্দরে আসেন। সেখানে তারা গভীর রাতে একটি পরিত্যক্ত দোকানের ঘরের সামনে ওই নারীর উপর নৃশংসভাবে হামলা চালিয়ে ধর্ষণ করে।
ঘটনার সঙ্গে পরিচিত স্থানীয়রা এবং স্থলবন্দরের নিরাপত্তা রক্ষীরা (সিকিউরিটি গার্ড) বিষয়টি নজরে আনার পর তৎক্ষণাৎ পুলিশকে অবহিত করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার আসামিকে আটক করে এবং তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্ষণ মামলাটি বাংলাবান্ধা ইউনিয়নের এক গ্রাম পুলিশ দায়ের করেন। পুলিশ গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে