রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল-রাতের আঁধারে কাটলেন ধান দিনে কাটছেন খর

আপলোড সময় : ২০-১১-২০২৫ ১২:০১:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ১২:০১:৪৮ পূর্বাহ্ন
মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসনেগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও গ্রামে ক্ষমতার দাপটে জোর পূর্বক জমি দখল করে নিয়েছে কসির উদ্দিনের পরিবার। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভির রাতে হোসেনগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও গ্রামে। জানাযায়, কলেন চন্দ্র এই জমি ৩০ বছর পূর্বে ক্রয় সুত্রে মালিক হন এবং জমিটি ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। হটাৎ করেই দেশের পট পরিবর্তনের পর একই গ্রামের কসির উদ্দীন,আব্দুর রহিম, রশিদ, মাসুদ,রহমানও উসমান আলীসহ তাঁর পরিবারের লোকজন মিলে ১২৬ নং খতিয়ানের ১০৬ নং দাগের ৮৩ শতক জমি ২৫ সালের আগষ্ট মাসে একদল ভূমিদস্যু ক্ষমতার দাপটে আমন ধানের চারা রোপণ করে দেয়। এনিয়ে কলেন চন্দ্র রায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। জমির মালিক কলেনের স্ত্রী প্রভা রাণী জানান,এই জমি আমার স্বামী গত ৩০ বছর আগে ক্রয়সুত্রে মালিক হন। ২৫ সালের আগষ্ট মাসে তাঁরা জোর পূর্বক জমিতে আমন ধানের চারা রোপণ করে দেয়। এবং জমিটি দথলে রাখার জন্য আইনকে অমান্য করে রাতের আধারে ধান কর্তন করে। দিনে লোকদেখানো খরগুলি কর্তন করতেছে। এই জমির শোকে আমার স্বামী স্টোক করে মারা যায়। একই এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক ও শামসুল নিহার জানান,আমি দীর্ঘ দিন ধরে দেখে আসছি এই জমি কলেন চাষাবাদ করে আসছে। গত ১৫ বছর ধরে আমাকে জমিটা খায় খালাসি হিসেবে চাষাবাদ করার জন্য দেয়। আমি চাষাবাদ করে আসছি । হটাৎ করেই আমন ধান লাগানোর সময় তারা জোর পূর্বক ধান রোপন করে গত পরশুদিন রাতে সেগুলো কেটে নিয়ে চলে যায়। এপ্রসঙ্গে কসির উদ্দীন রাতে ধান কাটার সত্যতা স্বীকার করে বলেন, কলেন এক অংশের মালিক,আমরা তিন অংশের মালিক তাই জমিটা দখল করেছি। এজন্য আদালতে মামলাও চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]