কালুরঘাটে ট্রেন ত্রুটিতে যাত্রী ও যানবাহনের দুর্ভোগ

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:৫৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:৫৩:০৩ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম কক্সবাজার এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটির কারণে বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পশ্চিম পাশে শত শত যাত্রী দুর্ভোগের শিকার হন। ট্রেনটি সেতুর অংশে ওঠার সময় হঠাৎ ইঞ্জিনের শক্তি কমে যাওয়ায় এটি আটকে যায়। জানালীহাট রেলস্টেশনের মাস্টার নেজাম উদ্দিন বলেন, “ইঞ্জিনের ত্রুটি এখন নিয়মিত সমস্যা। প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। ট্রেনের ইঞ্জিনের ধারণ ক্ষমতা কম হওয়ায় উঁচু স্থান পার হতে সমস্যা হয়।” ত্রুটিগ্রস্ত ট্রেনটি জানালীহাট রেলস্টেশনে ফিরে আসে এবং প্রায় ১৫ মিনিটের বিরতির পর পুনরায় কক্সবাজারের দিকে ছেড়ে যায়। তবে ট্রেনের ত্রুটির কারণে কালুরঘাট সেতুর পূর্ব ও পশ্চিম পাশে শত শত যানবাহনও আটকে থাকে। প্রায় আধ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়। যানবাহনে আটকে থাকা কলেজ শিক্ষার্থী কাইয়ুম উদ্দিন জানান, “সময়মতো কলেজে যেতে বের হয়েছিলাম, কিন্তু ট্রেনের ত্রুটির কারণে প্রায় আধ ঘন্টা রাস্তায় আটকে থাকতে হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]