সভপতি পদ ফিরে পাওয়ায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতিকে স্থানীয়দের গণসংবর্ধনা

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:৩৭:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:৩৭:৫৮ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পাওয়ায়, অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে গণসংবর্ধনা প্রদান করেছেন স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষ। বুধবার (১৯ নভেম্বর) সন্ধায় স্থানীয় নিমতলা মোড়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইউপি চেয়ারম্যান নবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান ও ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদ অলম লিটন। এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ যুবদল ছাত্রদল, সেচ্ছাসেবকদল কৃষকদলের নেতৃবৃন্দগণ। এরপূর্বে দুপুর দুইটায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে পৌছালে তাকে বরণ করতে হাজার হাজার নেতা-কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। এর পর এক বিশাল মটরসাইকেল শোভা যাত্রা দিয়ে তাকে ফুলবাড়ীতে নিয়ে আসা হয়। ফুলবাড়ী পৌর শহরের উর্বসী মোড়ে এক খোলা স্টেজে তাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নেতা-কর্মিসহ বিভিন্ন শ্রনী পেশার মানুষ। নেতা-কর্মিরা জানায়, অধ্যক্ষ খুরশিদ আলম মতি ফুলবাড়ী উপজেলা বিএনপির অভিভাবক, তাকে পদচ্যুত করায় নেতা-কর্মিরা অভিভাবকহীন হয়ে পড়েছিল। দির্ঘদিন পর পদ ফিরে পাওয়ায় সেই অভিভাবককে ফিরে পেয়েছে তারা। এদিকে নেতা-কর্মিদের পাশাপাশি, এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ সাধারণ মানুষেরও ঢল নামে। তারা বলেন, অধ্যক্ষ খুরশিদ আলম মতি শুধু বিএনপির নেতা নয়, এ অঞ্চলের সাধারন মানুষেরও অভিভাবক। এতোদিন তারা অভিভাবকহীন হয়ে পড়েছিল। এখন সেই অভিভাবককে ফিরে পেয়ে তারা আনন্দিত। দির্ঘ পাঁচ বছর পর সভাপতির পদ ফিরে পাওয়ার পর বুধবার তিনি বাড়ী ফিরলে তাঁকে বরণ করতে নেতা- কর্মিদের এ ঢল নামে। এর আগে গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদে বহাল করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]