জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের কাঙ্খিত উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০১:১৯:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০১:১৯:২৩ পূর্বাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অব্যাহত রেখেছিলেন।

সেই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় কর্মসূচি একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ—এই তিন উপজেলার প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্ভাবনা, নদী–পাহাড়–জলাভূমির অপার সৌন্দর্যকে সুরক্ষা দিয়ে পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।

শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের থানাবাজা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ-এই তিন উপজেলা প্রাকৃতিক সম্পদ, পর্যটন সম্ভাবনা, নদী–পাহাড়–বন ও খনিজ সম্পদে সমৃদ্ধ একটি অঞ্চল। এই সম্ভাবনাকে কেন্দ্র করে আমরা এমন একটি উন্নয়ন-দর্শন সামনে আনছি, যেখানে থাকবে পরিবেশের সুরক্ষা, স্থানীয় জনগণের আয় বৃদ্ধি, অবকাঠামোর আধুনিকায়ন এবং প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার। তাই এই অঞ্চলের উন্নয়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- কোম্পানিগঞ্জ উপজেলার বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: বজলু মিয়া, সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মুর্শেদ আলম, কোম্পানিগঞ্জ উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মোস্তাকিম বাদসা, ফরহাদ আহমদ, মোবারক তালুকদার, জামিল আহমদ, মঞ্জুর হোসেন মনজু, শরীফ আহমদ, ময়নুল ইসলাম, আরিফ চৌধুরী, নুরুল আমীন, মানিক মিয়া, আল আমিন, এলাইস আহমদ, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহজাহান, কবির আহমদ, সচিব ইকবাল আহমদ, নুজ্জামান শুভ, মুজাম্মিল হোসেন, সেলিম আহমদ, ওয়াসিম আহমদ, রুবেল আহমদ, জামির হোসেন, রায়হান আহমদ প্রমূখ।

বার্তা প্রেরক
পাবেল আহমদ

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]