নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১২:৩৩:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১২:৩৩:০১ পূর্বাহ্ন

(বান্দরবান) প্রতিনিধিঃ

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় দুঃসাহসিক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার বাংলাদেশি পণ্যে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গত ২৪ ঘণ্টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)–এর অধীনস্থ ফুলতলী বিওপি, ভালুখাইয়া বিওপি ও ব্যাটালিয়ন সদরের পৃথক টহলদলে এ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত পণ্যের  সিজার মূল্য ধরা হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৫০০ টাকা।

বিজিবি সুত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার করার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রাতে ও ভোরে একাধিক টহল পরিচালনা করা হয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে টহল দল সেখান থেকে মালিকবিহীন বিভিন্ন প্রকার বাংলাদেশি মালামালের বস্তা জব্দ করে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, আমাদের জওয়ানরা সীমান্তে দায়িত্ব পালন করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি বজায় রেখেছে। গোপন সংবাদে ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সুত্রে আরও জানা যায়, সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]