
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ পুতনের বিরুদ্ধে টি.আর প্রকল্পের অধীনে মসজিদ সংস্কারে প্রদত্ত আর্থিক বরাদ্দ আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা গেছে, বিগত ২০২৪-২৫ অর্থবছরে বাইশারী ইউনিয়ন পরিষদ থেকে স্থানীয় পূর্ব হলদ্যাশিয়া জামে মসজিদ সংস্কারের জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় দুই লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। উক্ত প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করা হয় একই ইউপির ০৫ নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ পুতনকে।
কিন্তু এলাকাবাসীর অভিযোগ, উক্ত নুর মোহাম্মদ মেম্বার মসজিদ সংস্কারের নামে মাত্র বিশ হাজার টাকার মতো কাজ করে বাকী টাকা আত্মসাত করতে মরিয়া হয়ে উঠেছেন। এলাকার মসজিদ কমিটির লোকজন বাকী টাকার বিনিময়ে কাজ করার দাবি জানালে তিনি সমাজের লোকজনকে বিভিন্ন হুমকি ধমকি ও গালিগালাজ করেন। প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে অভিযুক্ত নুর মোহাম্মদ মেম্বার জানান, তিনি কমিটিকে কাজের বিষয়ে অবহিত করেছেন, তবে সভাপতিকে জানানো হয়নি।
এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, তিনি মসজিদ সংস্কারের জন্য উক্ত প্রকল্প বরাদ্দ দিয়েছেন। কিন্তু তাতে নয়ছয় হয়েছে বলে এলাকাবাসী তাকে জানিয়েছেন। এই ঘটনায় মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এই বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।