চাকসু নির্বাচনে এজিএস পদে প্রার্থী বুড়িচংয়ের ফয়সাল -শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ১০:২২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ১০:২২:২৪ অপরাহ্ন

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি ।। 
দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। আগামী ১৫ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা নতুন নেতৃত্ব ও গণতান্ত্রিক চর্চার প্রত্যাশায় উচ্ছ্বসিত।


এই নির্বাচনে সহযোগী সাধারণ সম্পাদক (এজিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের সন্তান ফয়সাল আহমেদ। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত। শিক্ষা, গবেষণা, এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে ফয়সাল আহমেদ মাঠে নেমেছেন। নির্বাচনী প্রচারণায় শিক্ষার্থীদের মধ্যে তিনি ইতোমধ্যে ইতিবাচক সাড়া পেয়েছেন।


ফয়সাল আহমেদ বলেন, “আমি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি বিশ্বাস করি। শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও ক্যাম্পাসে নিরাপদ ও মুক্ত পরিবেশ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। চাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠ আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হবে এটাই আমার বিশ্বাস। আমি সকলের ভালোবাসা, সমর্থন ও দোয়া কামনা করছি।”


ফয়সাল আরও জানান, তিনি চান চাকসু যেন শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করে, প্রশাসনের আনুষ্ঠানিক অঙ্গসংগঠন হিসেবে নয়। 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৮৯ সালের পর এবারই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন করে এই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে।
 

শিক্ষার্থীদের আশা এই নির্বাচনের মাধ্যমে নতুন প্রজন্মের নেতৃত্ব বিকশিত হবে, যারা ক্যাম্পাসের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। চাকসুর এবারের নির্বাচনে ফয়সালের মতো তরুণ, আদর্শনিষ্ঠ ও উদ্যোগী প্রার্থীরা অংশ নিচ্ছেন, যা বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]