ইলিশ রক্ষায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা।

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৯:৫৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৯:৫৫:৩০ অপরাহ্ন
নাদিম হায়দার, বিশেষ প্রতিনিধি:
মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে চলছে ইলিশ ধরা নিষিদ্ধে অভিযান পরিচালনা করছে স্থানীয় জেলা প্রশাসন এরই ধারাবাহিকতায় গত ১৩.১০.২৫ তারিখ সকাল ৬.০০ ঘটিকা হতে ১০.০০ ঘটিকা পর্যন্ত  মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্টগার্ড এর সমন্বয়ে নূর বয়াতীর চর সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার  মো: মহিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আনিসুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম ও অফিসার ইনচার্জ তদন্ত, বাংলাদেশ কোস্টগার্ড এর সদস্যবৃন্দ ও আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 
অভিযানে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা মৎস্য কর্মকর্তাসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ নির্দেশনা প্রদান ও সহযোগিতা করেন।

 
এসময় নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরায় ১৭৫ পিস ইলিশ মাছ ও আনুমানিক ২০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। 
 

নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরাকে কেন্দ্র করে গড়ে উঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় পাঁচটি এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও স্থানীয় জনসাধারণকে সতর্ক ও সচেতন করা হয় এবং প্রশাসন জানায় মা ইলিশ রক্ষায় অভিযান অব্যহত থাকবে। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]