চেক প্রতারণার তিন মামলায় মমতাজ মহলের তিন বছরের সশ্রম কারাদণ্ড।

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ১১:২৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ১১:২৬:০৬ অপরাহ্ন
খালিদ হাসান সিরাজগঞ্জ তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে হাওলাতের টাকা পরিশোধ না করে ভুয়া চেক দেওয়ায় মমতাজ মহল নামের এক নারীকে পৃথক তিনটি মামলায় তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
‎
 
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, মমতাজ মহল সংসারিক প্রয়োজনে বিভিন্নজনের কাছ থেকে হাওলাত নেন। তিনি ২০২২ সালের ২৩ জুন তাড়াশ উপজেলা সদরের রাম চন্দ্র কর্মকারের ছেলে খোকন চন্দ্র কর্মকারের কাছ থেকে ২০ লাখ টাকা, একই বছরের ১৮ জুলাই তাড়াশ উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের ভাসা শেখের ছেলে ইসমাঈল শেখের কাছ থেকে ৫ লাখ টাকা এবং একই বছরের মধ্যে তাড়াশ সদরের খিদির চন্দ্র শাহার ছেলে রতন কুমার শাহার কাছ থেকে আরও ২০ লাখ টাকা ধার নেন।
‎

‎তিন মাসের মধ্যে টাকা পরিশোধের কথা থাকলেও মমতাজ মহল তা পরিশোধ করতে ব্যর্থ হন। পরে তিনি তাড়াশ শাখার পূবালী ব্যাংক ও সোনালী ব্যাংকের দুটি চেক দেন। কিন্তু ব্যাংকে চেক জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়।
‎
 
‎এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা পৃথকভাবে আদালতে চেক প্রতারণার মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ বুধবার (৮ অক্টোবর) তিনটি মামলায় মমতাজ মহলকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]