মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৬০ বোতল স্কাফ সিরাপসহ আবু জাহের (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে, শশীদল বিওপি। গতকাল ২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে শশীদল ইউনিয়নের তেতাভূমি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবু জাহের কে ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
জানা যায়, শশীদল বিওপি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন মাদক কারবারি ভারত থেকে মাদকসহ শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকার দিকে আসছে। খবর পেয়ে শশীদল বিওপি'র জেসিও নায়েক সুবেদার আবু বক্কর সঙ্গীয় ফোর্সসহ তেতাভূমি এলাকায় অভিযান চালায়। অভিযানে তেতাভূমি গ্রামের হাশেম মিয়ার পোল্ট্রি ফার্মের পেছন হইতে আবু জাহেরকে গ্রেফতার করে।
এসময় পুলিশ তার কাছ থেকে ৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে। গ্রেফতারকৃত আবু জাহের উপজেলার শশীদল ইউনিয়নের তেতাভূমি গ্রামের আঃ সাত্তারের ছেলে।
এ ব্যাপারে তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী আবু জাহেরকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী আবু জাহেরকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।