রামেকে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ: দুইজন মৃত, তিনজন সুস্থ

আপলোড সময় : ০২-১০-২০২৫ ১০:৫০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ১০:৫০:৩১ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন এক মা। জন্ম নেওয়া পাঁচজনের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে ছিল।

তবে, জন্ম নেওয়ার কিছুক্ষণ পর এক ছেলে ও এক মেয়ে মারা যায়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে এবং বুধবার সকালে তাদের দাফন সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা গেছে, নবজাতদের মা নাটোরের লালপুর উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেনের স্ত্রী রেশমা খাতুন (২৩), দিনমজুর আসিব হোসেন, যিনি স্থানীয় একটি খামারে দৈনিক ৪৫০ টাকা মজুরিতে কাজ করেন, এই ঘটনার পর তার সীমিত আয়ে স্ত্রী ও সন্তানদের সঠিক যতœ নেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন। এ ঘটনায় নবজাতকদের সুস্থ জীবন কামনায় সকলে দোয়া কামনা করছেন তিনি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]