পেকুয়ায় গভীর রাতে প্রতিবন্ধীর জাল পুঁড়য়ে দিলো দুবৃর্ত্তরা

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৯:৫৩:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৯:৫৩:৪৬ অপরাহ্ন

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে শারিরিক প্রতিবন্ধীর মাছ ধরার জাল পুড়িঁয়ে দিলো দুবৃর্ত্তরা। বুধবার দিনগত রাতে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের কাটাফাড়ি ব্রীজ এলাকায় এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ওই এলাকার মৃত নজির আহমদের পুত্র নুরচ্ছফা বদ বলেন, আমি শারীরিক প্রতিবন্ধী দীর্ঘ ৪০ বছর ধরে ভোলা খালে জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। গত রাতে আমার মাছ ধরার জালটি নদীর চরে শুকাতে দিলে দুবৃর্ত্তরা কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং মুহুর্তেই তা পুঁড়ে ছাই যায়। তিনি তার রজীবিকা নির্বাহের একমাত্র সম্বলটি হারিয়ে অসহায় হয়ে পড়েছে।

তিনি বলেন, আমার নতুন করে জাল কিনে মাছ ধরার মতো সামর্থ নেই। তিনি আরো বলেন, কিছুদিন আগে আমার জাল ধরার পয়েন্টের পেছনে স্থানীয় আরেকজন জাল বসিয়েছে।

তিনি এঘটনার তদন্ত করে বিচার দাবি করেছেন। স্থানীয়রা এঘটনাটি খুবই দুঃখজনক বলে জানিয়েছেন। স্থানীয় বাসিন্ধাদের দাবি মাছ ধরাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে প্রতিবন্ধী নুরুচ্ছফা বদ এর মাছ ধরার জালটি পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]