ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূর্ঘটনা এড়াতে ও দূরপাল্লার যান চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ থ্রি হুইলার বিরোধী অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ।
ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদের দিকনির্দেশনায় (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে ভরাডোবা হাইওয়ে থানার বিপরিত পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ থ্রি হুইলার, অটোরিকশা ও সিএনজি চলাচল প্রতিরোধ করতে এ অভিযান পরিচালনা করেন হাইওয়ে থানার সার্জেন্ট মিতু বর্মন ও সাব ইন্সপেক্টর রুবেল খান।
অভিযানে অটোরিকশা সিএনজি সহ বিভিন্ন ফিটনেসবিহীন গাড়ি আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।