
নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩৩.৪ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ১৭/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানাধীন লক্ষ্মীটারী ইউপির ৪নং ওয়ার্ডস্থ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামীদের ব্যবহৃত সিএনজি তল্লাশীকালে ২০ কেজি গাঁজা এবং একটি সিএনজি জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ী ১। আঃ বারিক (২৫), পিতা-মোঃ আজিজুল ইসলাম, সাং-প্রনাথ পাটিকাপাড়া, ৯নং ওয়ার্ড, ডাউয়াবাড়ী ইউপি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট, ২। মোঃ মুস্তাকিম (২১), পিতা-মোঃ ইউনুছ আলী, সাং-চরএশোরকোল, ৯নং ওয়ার্ড, মহিপুর ইউপি, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর, ৩। মোঃ রাকিবুল ইসলাম (১৯), পিতা-মোঃ মোস্তফা, সাং-সুন্দ্রাহবী, পোস্ট-তুষভান্ডার, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট'দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অন্য একটি অভিযানে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৭/০৯/২০২৫ তারিখ রাত ১০.৪০ ঘটিকায় লালমনিরহাট সদর থানাধীন তিস্তা টোল প্লাজা সংলগ্ন উত্তর পার্শ্বে নির্মাণাধীন পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে শুকনো তামাক বোঝাই ট্রাকের কেবিনের মধ্যে ১৩.৪ কেজি গাঁজা এবং ট্রাকটি জব্দ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ওহিদুল বিশ্বাস (৫০) পিতা- চাঁদালী বিশ্বাস, সাং- গঙ্গারামপুর, ২। মোঃ তরিকুল ইসলাম (৩৮), পিতা- মৃত রবকুল হোসেন, সাং- মিরের পাড়া এবং ৩। মোঃ সাবান আলী (৪৮), পিতা- মৃত আজিম উদ্দিন মন্ডল, সাং- তারাগনিয়া, সর্বথানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত মাদকদ্রব্য এবং আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।