ফুলবাড়ীতে ভেটেরিনারি ঔষধ কারখানা, যেখানে অনিয়মে ভরপুর!

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০১:৩৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০১:৩৮:৫৫ অপরাহ্ন


লিমন হায়দারঃ

ভাবতে ভালই লাগছে পশুদের জন্য ওষুধ তৈরি হচ্ছে মফস্বল শহর ফুলবাড়ীতে। তবে ফুলবাড়ীর এই প্রতিষ্ঠানটিতে শুরু থেকেই অনিয়মে ভরা। পরিবেশের ছাড়পত্র, দক্ষ টেকনিশিয়ান ও আবাসিক এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান। মেসার্স এগ্রোভেট লিমিটেড নামক প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে দিনাজপুরের ফুলবাড়ীর শিবনগর ইউপি'র রাজারামপুর এলাকায়। 


এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


স্থানীয়রা বলছেন এ ধরনের ওষুধ কারখানা কোনভাবেই আবাসিক এলাকায় হওয়া উচিত নয়। তাই বিষয়টিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।


বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় প্রতিষ্ঠানটির কর্ণধার মাসুদ রানার সাথে। তিনি বলেন, পরিবেশের ছাড়পত্রসহ আমি সকল নিয়ম মেনেই প্রতিষ্ঠানটি পরিচালনা করছি। নিয়ম না মেনে কি এই ধরনের প্রতিষ্ঠান দীর্ঘ সময় পরিচালনা করা যায়?


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]