
নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর কোতয়ালী থানাধীন এলাকা হতে অবৈধ বিদেশী পিস্তলসহ ০৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার। ‘বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় ইং ১৭/০৯/২০২৫ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৯ নং আস্কারপুর ইউপির ০৪নং ওয়ার্ডের অন্তর্গত খানপুর সাকিনস্থ জনৈক মাহবুবর রহমান (৩৭) পিতা মৃত জাবেদ আলী এর বসত বাড়ির উত্তর পূর্ব কর্ণারে অভিযান পরিচালনাকলে পলাতক আসামী মাহাবুবর রহমান এর বসত ঘর তল্লাশী করে শোকেসের নিচের অংশের ড্রয়ার হতে একটি কালো রঙের পলিথিনের ভিতর মোড়ানো ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ০২ টি ম্যাগাজিন যার একটি ম্যাগাজিনে লোড করা ০৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে