পীরগঞ্জে আউটসোর্সিং নিয়োগ বাণিজ্য: ভুক্তভোগীদের মানববন্ধন আটকে দিলেন প্রভাবশালীরা

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১২:৫১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১২:৫১:০৭ অপরাহ্ন

ক্রাইম রিপোর্টার পীরগঞ্জ রংপুর :

পীরগঞ্জে প্রাইমারীতে আউটসোর্সিং পিয়ন নিয়োগ বাণিজ্যের অভিযোগ আবারো সামনে এসেছে। সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ থাকলেও পুরো ঘটনার সাথে তৎকালীন প্রভাবশালী আমলা, রাজনৈতিক নেতা-কর্মী এমনকি কিছু সংবাদকর্মীরও জড়িত থাকার অভিযোগ উঠেছে।

চাকরি প্রত্যাশীদের অভিযোগ, তারা অনেকেই জমি বা গরু বিক্রি করে নূর মন্ডল ও তার ঘনিষ্ঠদের হাতে টাকা দিয়েছিলেন। চাকরি না পেয়ে একসময় ফেরতের দাবিতে তারা মানববন্ধনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কর্মসূচি হয়নি। কারণ, কিছু সংবাদকর্মীও এই নিয়োগ বাণিজ্যের সুবিধাভোগী হওয়ায় ভুক্তভোগীরা চাপে পড়ে পিছু হটে যান।

তদন্তকালীন সময়ে কয়েকটি বিদ্যালয়ের জমিদাতারা সরাসরি ইউএনও অফিসে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছিলেন, টাকা নিয়েও তাদের কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এরপর পুরো নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তবে অনেক ভুক্তভোগী গোপনে আংশিক টাকা ফেরত পেলেও বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হন।

স্থানীয়দের মতে, শুধু নূর মোহাম্মদ মন্ডলের দোষ নয়- অবৈধ উপায়ে চাকরি কেনার মানসিকতা নিয়োগ বাণিজ্যকে আরো ত্বরান্বিত করেছে। ফলে ভুক্তভোগীরাও দায় এড়াতে পারেন না। ভুক্তভোগীদের দাবি সাবেক এমপি নূর মোহাম্মদ মন্ডলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের টাকা ফেরত দিতে হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]