নালিতাবাড়ীতে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৪৬:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৪৬:২১ অপরাহ্ন
 
তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
 
শেরপুরের নালিতাবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ২৫ হাজার গাছের চারা বিতরণ। উপজেলা প্রশাসন, পৌরসভা ও স্থানীয় বনবিভাগের যৌথ আয়োজনে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পৌরসভা প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
 
সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন- নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আনারুল কবরিসহ উপজেলা প্রশাসন, পৌরসভা ও বনবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
 
দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পৌরসভা, ১২টি ইউনিয়ন পরিষদ ও বনবিভাগের প্রতিনিধিদের মাঝে মোট ২৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
 
এছাড়াও, একই দিন পৌর শহরের নিরাপত্তা ও পর্যবেক্ষণ জোরদার করতে পৌরসভার সীমানা প্রাচীর ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]