ঠাকুরগাঁও সোনালী ব্যাংকের উদ্যোগে গ্রাহক সেবা সমাবেশ

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৪২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৪২:৩২ অপরাহ্ন

রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গ্রাহক সেবা পক্ষ উদযাপন করা হয়েছে। 

গতকাল সোনালী ব্যাংক পিএলসি, ঠাকুরগাঁও শাখার উদ্যোগে প্রিন্সিপাল অফিস, ঠাকুরগাঁও এর কনফারেন্স রুমে গ্রাহক সেবা উদযাপিত হয়। "এসো দেশ বদলাই' পৃথিবী বদলাই" তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যতিক্রম উদ্যোগ নেয় আর্থিক এই প্রতিষ্ঠানটি। 

এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন, সোনালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার এসি¯ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আতাহারুল ইসলাম। এতে ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি শতাধিক তরুণ উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন। 

এ সময় এসি¯ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মোঃ আতাহারুল ইসলাম বলেন, এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। তাই তরুণরাই পারে  সবকিছুতে আমূল পরিবর্তন আনতে। ২৪- এর আন্দোলনের প্রধান কারিগর ছিল তরুণরা। তাই তরুণ বয়সেই যারা আর্থিক বিষয়ে সচেতন হবে এবং সঞ্চয় করা শুরু করবে সেই তরুণরাই একতিন নিজেকে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। দেশের তরুণরা পড়ালেখা শেষ করে সরকারি চাকুরির দিকে না ছুটে নিজেদের সঞ্চয় করা অর্থ নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সোনালী ব্যাংকে  মাত্র ১০০ টাকা জমা প্রদান করেই স্টুডেন্ট একাউন্ট খোল হচ্ছে। যার মাধ্যমে সঞ্চয় করে শিক্ষা জীবন শেষ করে একজন উদ্যোক্তা তৈরি হতে পারে।   

এ ছাড়াও শুধুমাত্র তরুণ উদ্যোক্তাদের জন্য অর্থ সংস্থানের উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। এর বাইরেও প্রতিষ্ঠানটির সেবার দিকগুলো হচ্ছে আর্থিক খ্যাতের সেবা সমূহ (ব্যাংকিং প্রোডাক্ট), ডিজিটাল আর্থিক খাত, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা, সাইবার নিরাপত্তা ও জাল নোট চেনা, ঋণ ও বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই উন্নয়নসহ বেশকিছু উদ্যোগ। তাই সঠিক সময়ে সুবিধা গ্রহনের আহবান সোনালী ব্যাংক পিএসি কর্মকর্তাদের।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]