মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামের মৃত গহর আলী বেপারীর পুত্র বাবুল বেপারী হত্যা মা মলার ৭ আসামীকে গ্রেফতার করেছে, মুলাদী থানা পুলিশ।
গতকাল রবিবার বেলা ১২.১৫ মিনিটের দিকে মুলাদী থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম, তদন্ত কর্মকর্তা মোমিন এর নেতৃত্বে এস আই নেলচন দিপক, এস আই নাজমুল, এস আই মোস্তফা, এ এস আই ইব্রাহীম, এ এস আই মনিরুজ্জামান অভিযান চালিয়ে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের মৃধারহাট খেয়াঘাট থেকে হত্যা মামলার এজাহার ভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত আসামীরা হলেন, মৃত আব্দুল কবির মল্লিকের পুত্র করিম মল্লিক (৬০), করিম মল্লিকের পুত্র রফিক মল্লিক (২৮) শফিক মল্লিক (২২), ইউনুস সরদারের পুত্র রাজ্জাক সরদার (৪৫), নজরুল সরদার (২৫), মৃত ইসমাইল খানের পুত্র আব্দুল করিম খান (৪০), করিম মল্লিকের পুত্র ইয়াসিন মল্লিক (১৮)।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩টার সময় মুলাদী সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত গহর আলী বেপারীর পুত্র কৃষক বাবুল বেপারী পরিবারের লোকজন নিয়ে পাশর্^বর্তি জমির ঘের দেখতে গিয়ে ফেরার পথে ওত পেতে থাকা প্রতিপক্ষের স্বষস্ত্র লোকজন হামলা চালিয়ে বাবুল বেপারী এবং তার সাথে থাকা সালাম বেপারীর পুত্র আলিম বেপারী ও ফেরদৌস বেপারীর স্ত্রী রেশমাকে কুপিয়ে গুরুতর আহত করে।
এঘটনায় নিহত বাবুল বেপারীর বড় ভাই জলিল বেপারী বাদী হয়ে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাহা মুলাদী থানায় এফআইআর নং-১০, তারিখ-১৫ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং-১১৫।
মুলাদী থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, হত্যা মামলার ৭ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে, বাকী আসামীদেরকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।