
শাহিন ইসলাম (নকলা-শেরপুর প্রতিনিধি:)
শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগী নামাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিপা বেগম বাবার বাড়িতে বেড়াতে এসে পানির মর্টারের সুইচ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। পরে তাকে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নিপা বেগম দুই সন্তানের জননী ছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।