
স্টাফ রিপোর্টার।
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারে ৬০ বছরের বৃদ্ধ পাহারাদার দুলা মিয়াকে বেদম মারধরের ঘটনায় মামলা হলেও তিন দিন অতিক্রান্ত হয়েছে, তবুও গ্রেফতার করা যায়নি অভিযুক্ত উপজেলা যুবদল সদস্য সচিব ও বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে।
এতে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছে, এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে।
ভুক্তভোগী দুলা মিয়ার পরিবার অভিযোগ করে বলছে, মামলার আসামি দেলোয়ার হোসেন প্রকাশ্যেই অবস্থান করছেন, এমনকি তিনি নিজ বাসায় বসে সাংবাদিকদের সঙ্গে ফেসবুকে লাইভও করছেন। অথচ পুলিশ তাঁকে গ্রেফতার করছে না। পরিবারটির অভিযোগ, “একদিকে আমরা হুমকির মুখে আতঙ্কে দিন কাটাচ্ছি, অন্যদিকে আসামি প্রকাশ্যে অবস্থান করলেও পুলিশ তাকে ধরছে না।”
এদিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। আসামী পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।” তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পুলিশের কথার সঙ্গে বাস্তবতার মিল নেই।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে পাহারা দিতে গিয়ে সামান্য বিশ্রামের জন্য বসে পড়েন ৬০ বছরের বৃদ্ধ পাহারাদার দুলা মিয়া। এ সময় যুবদল নেতা দেলোয়ার হোসেন সেখানে গিয়ে তাঁকে কাঠের দণ্ড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। গুরুতর আহত দুলা মিয়াকে পরে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ঘটনার পরদিন থেকেই ব্যবসায়ী ও গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল করে অভিযুক্ত যুবদল নেতার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কিন্তু তিন দিন পার হলেও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ আরও বাড়ছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ আসামিকে ধরছে না। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায়বিচার না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।