
নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩ এর অভিযানে রংপুর জেলার কোতয়ালী থানাধীন এলাকা হতে ৯.৭০০ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ইং ১৪/০৮/২০২৫ তারিখ সকাল ০৫.১০ ঘটিকায় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কোতয়ালী থানাধীন রংপুর সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ডস্থ নিউ জুম্মাপাড়া পূর্বটারী গ্রামস্থ বায়তুল আমান জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
আসামিদের ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশীকালে পিছনে রক্ষিত বস্তার মধ্যে ৯.৭০০ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দসহ চারজন মাদক ব্যবসায়ী ১। মোঃ আঃ মতিন (৩৮), পিতা-মৃত জিব্রাইল হোসেন, সাং-রূপসীডাঙ্গা, ইউপি-রাজশাহী চিনিকল, থানা-কাটাখালী, মতিহার, জেলা-রাজশাহী, ২। মোঃ রুবেল মিয়া (৩২), পিতা-মৃত সালাম মিয়া, ৩। মোঃ সবুজ মিয়া (৩৬), পিতা-মৃত বাবুল মিয়া, ৪। মোঃ এলাহী বর্শা (২০), পিতা-মোঃ খবির উদ্দিন, সর্ব ঠিকানা: সাং-নিউ জুম্মাপাড়া, ২৩নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন, থানা-কোতয়ালী, রংপুর মহানগর‘দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামি‘দেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।