
কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মাওলানা আবদুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার শতাধিক দুস্থ ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ফুড প্যাকেজ ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাতিসা ইউনিয়নের কালিকসার গ্রামে এই ফুড প্যাকেজ ও টিউবওয়েল বিতরণ করা হয়। আয়োজিত ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে মাওলানা আবদুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা মহিবুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা আহমদ উল্যাহ, সংস্থার পরিচালক এনায়েত উল্লাহ মাসুম, সংস্থার অফিস ইনচার্জ বেলাল হোসেন শাকিল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।