ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব ১৪ কর্তৃক ধর্ষন মামলার অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৯:০৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৯:০৯:০০ অপরাহ্ন
 
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: 
 
ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় রুজুকৃত ধর্ষন মামলার প্রধান অভিযুক্ত সাব্বির হোসেন (২২) কে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের সাথে ধৃত অভিযুক্ত সাব্বির হোসাইন(২২), জেলা-ময়মনসিংহ এর মেসেঞ্জার এবং ইমুতে কথাবার্তার একপর্যায়ে উভয়ে বিবাহ করার সিদ্ধান্ত নেয়। বিবাহের প্রলোভন দেখিয়ে ধৃত অভিযুক্ত গত ২৮ জুলাই ২০২৫খ্রিঃ আনুমানিক বিকাল ১৬:০০ ঘটিকায় ত্রিশাল থানাধীন আবাসিক হোটেলে স্ত্রীর পরিচয় দিয়ে ভিকটিমকে তার ইচছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে।

এ বিষয়ে ভিকটিম নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে ত্রিশাল থানার মামলা নং-১০, তারিখ-০৮ সেপ্টেম্বর ২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২৫) এর ৯(খ) রুজু হয়। মামলা রুজুর পর হতে র‌্যাব-১৪ ছায়াতদন্তসহ পলাতক আসামীকে গ্রেফতারে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ ০১:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন গন্ডাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান অভিযুক্ত সাব্বির হোসাইন(২২), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করত সক্ষম হয়। 
 
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]