নির্বাচন আগামী ফেব্রুয়ারীতেই হবে: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৮:২৪:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৮:২৪:০৫ অপরাহ্ন
 
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
 
জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারীতেই হবে। সেই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। একটা ইলেকশন সুষ্ঠু সুন্দর করার জন্য যা যা দরকার, বর্তমান সরকার তা করতেছে, কিন্তু ইলেকশনে জেতার জন্য দরকার যেটা, সে দায়িত্ব কিন্তু সবার। আগামী নির্বাচনের জন্য ক্যাম্পেইন করতে হবে, সবার মুখে হাসি থাকতে হবে, সবার কথায় মিষ্টি থাকতে হবে।
 
রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল অব. আলহাজ্ব আলতাফ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, ভারতের গত স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্যে পরিষ্কার বলেছে ৭১ সালের যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ। তিনি একবারও বলেনি মুক্তিযুদ্ধ, এবং বলবেই বা কেন, তারা চেয়েছিলেন পাকিস্তান ভাঙতে এবং ভাঙছে, আমাদের স্বাধীনতার জন্য তারা করেননি। 
 
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, তাকে অফিস করে দিয়েছে, সেখানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা আছে, সেখানে ‘র’ এর লোক আছে। তাদের কাজ হলো, সারাদিন তারা আলাপ আলোচনা করে কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়। 
 
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মহসীন উদ্দিন, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]