ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে ভালুকা সরকারী কলেজ মাঠে আয়োজিত কর্মী সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামছুদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, আখতারুল আলম ফারুক, শহীদুল আমিন খসরু, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা।
এসময় উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগান দেন, এমনকি উপজেলা ও পৌর বিএনপির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ যুগ্ম আহবায়কও তাদের বক্তব্যে এই দাবি জানান। এর আগে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের আলাদা আলাদা মিছিল নিয়ে কর্মী সমাবেশে যোগ দেন।