রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থানে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৬:২৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৬:২৮:৫৫ অপরাহ্ন

​নিজস্ব প্রতিবেদক
 
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থানে (বুড়ি পোতাজিয়া মৌজায়) অবৈধভাবে বালু উত্তোলন করেছে, একটি অসাধু চক্র। রাতের অন্ধকারে অবৈধ এই বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রবিবার বিকাল তিনটায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। অবৈধ এই চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি ও শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
 
এসময় শিক্ষার্থীরা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প নিয়ে নানামুখী ষড়যন্ত্র হয়েছে যা বর্তমানেও চলমান আছে। অবৈধ এই বালু উত্তোলন এই ষড়যন্ত্রেরই অংশ। শিক্ষার্থীরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, খুবই দ্রুত সময়ের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং দোষী ব্যক্তিদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবো। 
 
এছাড়াও, রবীন্দ্র  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অসাধু চক্রের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অবহিতকরণ পত্র এবং শাহজাদপুর থানায় সাধারণ ডায়রি করেছেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]