
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। সভায় জানানো হয় এবছর জেলায় ১৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জেলার প্রতিটি মন্ডপে দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় কমিটি গঠন, দায়িত্ব বন্টন ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা চুড়ান্ত করা হয়। প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা, স্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব নির্ধারণ করা হয়। এছাড়া শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে দুর্গাপূজা পরিচালনা ও সম্পন্ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।
জেলার প্রতিটি মন্ডপে দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় কমিটি গঠন, দায়িত্ব বন্টন ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা চুড়ান্ত করা হয়। প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা, স্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব নির্ধারণ করা হয়। এছাড়া শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে দুর্গাপূজা পরিচালনা ও সম্পন্ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর সেনাক্যাম্পের প্রতিনিধি মেজর মাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র উপঅধিনায়ক মিজানুর রহমান, জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব শুভ্রত চন্দ্র দে প্রমুখ।
ওইসময় ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।