
মামুন জমাদার, হিজলা প্রতিনিধি।
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন বিনষ্ট করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নৌপুলিশ।
জানা যায়, উপজেলার হরিনাথপুর ইউনিয়নে প্রতি রাতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। এ ব্যাপারে একাধিকবার উপজেলা প্রশাসনের মিটিং এ আলোচনা হয়।
শনিবার বিকাল সাড়ে চারটায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদারের নেতৃত্বে নৌপুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন বিনষ্ট করে দিয়েছে।
ড্রেজার বিনষ্ট করার বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান, অনেক দিন যাবৎ হরিনাথপুর ইউনিয়নে মেঘনা নদীতে বালু উত্তোলন করা হয়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সারারাত বালু উত্তোলন করে ঐ ড্রেজার সেখানে রাখা হয়েছে। এজন্য নৌপুলিশ নিয়ে বিনষ্ট করে দিয়েছি।যাতে ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলন না করে।