পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানকে জড়িমানা

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৩৮:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৩৮:২৫ অপরাহ্ন
 
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি:
 
রাজশাহীর পুঠিয়ায় ভোক্তার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিরা ও মধ্য জামিরা এলাকায় এই অভিযান পরিচালনা করেন, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ।
 
অভিযান সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই পরিচালিত একটি চিপস কারখানা ও একটি বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানে নানা অনিয়ম পাওয়া যায়। এতে ভোক্তার স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অর্থদণ্ডের ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি দ্রুত অনিয়ম দূর করে নিয়ম মেনে ব্যবসা চালানোর নির্দেশনা দেওয়া হয়।
 
অভিযানে সহযোগিতা করেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পুলিশ ও আনসার সদস্যরা।
 
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, “আমরা দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কিছু অনিয়ম পেয়েছি। নির্দেশনা অনুযায়ী সেগুলো সংশোধন করে তারা ব্যবসা পরিচালনা করবে। উপজেলাবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]