পুলিশের লুট হওয়া গ্যাসগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব।

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:১৯:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:১৯:৪৬ অপরাহ্ন

​নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গোলাপবাগ এলাকা হতে পুলিশের লুট হওয়া গ্যাসগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১০।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বরাবরের মতোই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজধানীর গোলাপবাগ এলাকা থেকে পুলিশের একটি লুট হওয়া গ্যাসগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গতকাল ১৩/০৯/২০২৫ তারিখ রাত অনুমান ২০.০৫ ঘটিকার সময় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মাঠে নজরদারি শুরু করে। নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকা স্ক্যানিং শেষে গোলাপবাগ মাঠের দক্ষিণ-পূর্ব পার্শ্বে ওয়ালের পাশ ঘেঁষে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় একই তারিখ রাত অনুমান ২১.৪৫ ঘটিকার সময় একটি অত্যাধুনিক বিদেশি গ্যাসগান উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উদ্ধারকৃত গ্যাসগানটি একটি সরকারি গ্যাসগান, যা পুলিশের লুট হওয়া অস্ত্রের সাথে মিলে যায় এবং অস্ত্রটির বাটে ডিএমপি লিখা আছে। এ ধরনের অস্ত্রের অপব্যবহার জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অস্ত্রটি জব্দ করা হয়েছে, এবং উদ্ধারকৃত গ্যাসগানটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

র‍্যাব জননিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের যে কোনো অনাকাঙ্ক্ষিত ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাব সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রাখবে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]