আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি:
ভোলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় শহরের উকিল পাড়ায় নিজাম হাসিনা মসজিদ এর উল্টো পাশে এই কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভোলা জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক, আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম চৌধুরী।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভোলা জেলা শাখার সভাপতি মোঃ বশির আহম্মেদ এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা এলডিপি'র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মনির হোসেন, জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, চরফ্যাশন উপজেলার এলডিপি'র সভাপতি মোঃ সবুজ, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, দৌলতখান উপজেলার সভাপতি মোহাম্মদ আশরাফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান সহ প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এলডিপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। কর্নেল অলি আহমদ- এর নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছি।
তারা আরও বলেন, ভোলা সদর ও অন্যান্য উপজেলা গুলোতে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। ভোলা থেকেই আন্দোলন-সংগ্রামের কার্যক্রম আরও গতিশীল হবে। আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা, প্রসঙ্গে তারা বলেন, জনগণের সমস্যার সমাধান, উন্নয়ন ও অধিকার রক্ষাই হবে আমাদের মূল লক্ষ্য।