
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে কাউখালী থানার এস আই মাসুদ আল মামুন ও এস আই রাকিব হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এক ঝটিকা অভিযান পরিচালনা করে উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা বাজার সংলগ্ন এলাকা থেকে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আনিসুর রহমান (২৫) ও একই এলাকার লোকমান খানের ছেলে মাদক ব্যবসায়ী রমজান খান (২৩)কে গাঁজা সহ গ্রেফতার করে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার (১৩সেপ্টেম্বর) আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।