শেরপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৯:২৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৯:২৩:২৩ অপরাহ্ন
 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বাকপ্রতিবন্ধী এক শিশুকে (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ। 
 
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা হলেন- উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন ওরফে কাজী (৫৫) এবং একই গ্রামের বাবর আলীর ছেলে জরিপ উদ্দিন (৩০)। 
 
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বিকেলে ওই বাকপ্রতিবন্ধী শিশু তাদের বাড়ির পাশে রূপারপাড়া বাজার থেকে খাবার জিনিস কিনে বাড়ি ফেরার পথে কাজীর বাড়ির সামনে কাজী তাকে বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজন এগিয়ে এলে কাজী পালিয়ে যায়। 
 
বিষয়টি নিয়ে শিশুর পিতা আইনের আশ্রয় নিতে চাইলে কাজীর শ্যালক জরিপ শিশুর পিতা ও বাবুল নামে একজনকে মারধর করেন। পরে ওই ঘটনায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শিশুর পিতা বাদী হয়ে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ করলে কাজী ও জরিপকে গ্রেপ্তার করে পুলিশ। 
 
ঘটনার বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ জানান, শিশুর পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করলে মামলা রেকর্ড করে অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে কাজী ও জরিপ উদ্দিনকে গ্রেপ্তার করে শনিবার (১৩ সেপ্টেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]