কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত, স্বামী আহত

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৯:২০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৯:২০:৪৫ অপরাহ্ন
 
মোঃ আজিজুল হক, পেকুয়া:
 
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজিবাজার স্টেশনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী।
 
গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এবিসি সড়কের হাজিবাজার স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
 
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, হুমায়রা বেগম (২৫), আহত হয়েছেন মো. ইউসুফ (৩৭)। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং কাভার্ডভ্যানের চালক মো. মনির হোসেন (৪৮) কে আটক করে।
 
তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাটি গ্রামের মৃত আলী একাব্বর গাজীর ছেলে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
 
স্থানীয় সূত্র জানায়, ইউসুফ তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাঁশখালী থেকে পেকুয়া সদর ইউনিয়নের চইরভাঙ্গা এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। হাজিবাজার স্টেশনে পৌঁছালে প্রথমে একটি কাভার্ডভ্যানকে সাইট দিতে রাস্তার পাশে দাঁড়ান। 
এসময় পেছন দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজন ছিটকে পড়েন। এতে হুমায়রা কাভার্ডভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
 
নিহত হুমায়রার বাপের বাড়ি সদর ইউনিয়নের চইরভাঙ্গা এলাকায়। তিনি ওই এলাকার নুর আহমদ ওরফে কালুর মেয়ে। আহত ইউসুফের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে। তিনি ওসমান গনির ছেলে।
 
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে এবং দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]