ফেনীতে আন-নূর যুব কাফেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত।

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৯:০৩:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৯:০৩:১১ অপরাহ্ন
 
ফেনী জেলা প্রতিনিধি:
 
১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় ধোনসাহাদ্দা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন আন-নূর যুব কাফেলা–এর উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধুমসাদ্দা রশিদিয়া ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম ও আন-নূর যুব কাফেলার সম্মানিত সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম ছোহাইল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জনাব মোহাম্মমদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক জনাব সাইফুল ইসলাম চৌধুরী এবং ইসলামী ফাউন্ডেশন ফেনী জেলার উপপরিচালক জনাব নাজমুস সাকিব।
 
এছাড়া স্থানীয় ছয়টি সমাজের সভাপতি, ইউনিয়নের ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 
অনুষ্ঠানে এলাকার নয়টি মসজিদের ফজরের নিয়মিত জামাতে অংশগ্রহণকারী ১৬০ জন মুসল্লীকে হাদিয়া প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়নের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের যথা ছয়টি হাই স্কুল দুইটি সরকারি মাদ্রাসা দুইটি কওমি মাদ্রাসার ষষ্ঠশ্রেণী  থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসের ফ্রাস্টবয়কে শিক্ষা সামগ্রী  পুরস্কৃত করা হয়।
 
এছাড়াও, সংগঠনের ১২০ জন সাধারণ সদস্যকে ক্রেস্ট প্রদান, নির্বাহী পরিষদের ২২ জন সদস্যকে ও প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়কে ক্রেস্ট প্রদান এবং ইউনিয়নের ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতিদেরকেও ক্রেস্ট প্রদান করা হয়।
 
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— “যুব সমাজকে সৎপথে পরিচালিত করতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আন নুর যুব কাফেলার এ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।”

বিশেষ অতিথিরাও সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন, এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। পরিশেষে দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]