ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে ময়মনসিংহের ত্রিশালে উপাজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম বধ্যভূমির পাশে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয়রা অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুর্নবাসন সংস্থার সভাপতি নুরুল ইসলাম মোমেন, বীর মুক্তিযোদ্ধা হরমুজ আলী প্রমুখ। সভা শুরুর পূর্বে বধ্য ভূমিতে পুষ্প স্তবক অর্পণ করেন অতিথিবৃন্দ। পরে দোয়া করেন।
উল্লেখ্য- ১৯৭১ সালে উক্ত স্থানে ১১ জনকে গুলি করে শহীদ ও ৬ জনকে ধরে নিয়ে ব্রক্ষপুত্র পাড়ে গুলি করে শহীদ করে পাকিস্থানী হানাদার বাহি।