কাল‌কি‌নি‌তে নদীর তীর কে‌টে মা‌টি উ‌ত্তোল‌নের অপরা‌ধে জ‌রিমানা

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৭:৩৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৭:৩৭:১২ অপরাহ্ন

আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :

মাদারীপুরের কালকিনি উপজেলার খাসের হাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর কেটে মাটি উত্তোলনের অপরাধে এম ভি বার্জ রেসার-২ এর চালক মো: মোতাহারকে আটক করে মোবাইল কোর্টে নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়। 

বৃহস্পতিবার (১১ আগস্ট)  সন্ধ্যায় কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন এর নেতৃত্বে থানা পুলিশ সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য,
কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদী। এ নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী মহল। উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে এসব অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নিলেও বন্ধ হচ্ছে না অবৈধভাবে  বালু উত্তোলন ও মাটিকাটা। এবার বালু উত্তোলনের পাশাপাশি নদীর পাশের মাটি কেটে অবৈধভাবে বিক্রি করা শুরু করে এ জাহাজটির মাধ্যমে। পরে এলাকাবাসী নদী রক্ষায় ও ভাঙ্গন রোধে প্রশাসনের কাছে অবৈধ এ জাহাজটির বিষয়ে অভিযোগ জানালে প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]