
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের ১৭ মামলার আসামীকে হত্যার ঘটনায় ০১ জন আসামীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মামলার বিবরণে জানা যায় যে, হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ভুগলী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ভিকটিম জামাল মিয়ার সাথে বিবাদীদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে বিবাদীরা ভিকটিম জামাল মিয়াকে মারপিট ও খুন করার পরিকল্পনা করে আসছিল। ঘটনার দিন গত ১০-০৯-২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০৪.৩০ ঘটিকার সময় বিবাদীগণ পূর্বপপরিকল্পিতভাবে ভিকটিমের বাড়িতে এসে দরজা খোলার জন্য সজোরে ধাক্কা দিলে ভিকটিম ও তার স্ত্রী দরজা খুলে বিবাদীদের হাতে দা, লোহার রড, লাঠিসুটা ইত্যাদি সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় দেখে পুনরায় দরজা বন্ধ করার চেষ্টা করলে বিবাদীরা জোরপূর্বক ভিকটিম জামাল মিয়াকে ধরে ঘর থেকে বাহির করে নিয়ে যায়।
এ সময় ভিকটিমের স্ত্রী বিবাদীদের বাধা দিলে তারা ভিকটিমের স্ত্রীকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে ফেলে দিয়ে দরজা বন্ধ করে ভিকটিমকে নিয়ে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের স্ত্রীর চিৎকার শুনে ভিকটিমের বড় ভাই ও বাড়ির আশপাশের লোকজন এসে দরজা খুললে তাদেরকে বিস্তারিত বলে এবং ভিকটিমকে সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে সকাল আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় বাহুবাল থানাধীন ০৬নং মিরপুর ইউনিয়নের অন্তর্গত ভুগলী দক্ষিণপাড়া গ্রামের একটি ধান ক্ষেতে জামাল মিয়ার মৃতদেহ দেখতে পায়।
উল্লেখ্য যে, ভিকটিম জামাল মিয়াকে বিবাদীরা গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে রক্তাক্ত জখম করে হত্যা করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০৪:০৫ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন বানিয়াচং দক্ষিণ ইউনিয়নের যাত্রাপাশা এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানার মামলা নং-০৮, তারিখ-১১/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে ১৭ মামলার আসামী জামাল মিয়াকে কুপিয়ে হত্যা মামলার ৪নং এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- ছায়েদ মিয়া (৩২), পিতা- তৈয়ব আলী, সাং- ভুগলী, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।