মুলাদী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য সচেতনা সেমিনার

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৬:০০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৬:০০:৩৮ অপরাহ্ন

মুলাদী প্রতিনিধি: 

বরিশালের মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। 

গতকাল সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাস্থ্য সচেতনতা সেমিনারে শিশু স্বাস্থ্য এবং কিডনি ও হৃদয় (হার্ড) স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়। 

মুলাদী হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমানের সঞ্চালনায় আলোচকবৃন্দ ছিলেন। বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও শিশু বিভাগীয় প্রধান শিশু বিশেজ্ঞ প্রফেসর ডাঃ সৈয়দ জাহিদ হোসেন, হার্ড মেডিসিন বিশেজ্ঞ ডাক্তার মোশাররফ হোসেন, ঢাকা মুগ্ধা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান, প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অ্যালামনাই এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান ও মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার প্রমুখ।

উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। এ বছর ৩৫ জন গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে ১ লক্ষ ৬৬হাজার টাকাবৃত্তি প্রদান করা হয়। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিক্লাশে ৩জন করে প্রতিজনকে চার হাজার করে টাকা, নবম শ্রেণীতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ প্রতি বিভাগে ৩জন করে প্রতিজনকে পাঁচ হাজার করে টাকা, নবম শ্রেণীতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ প্রতি বিভাগে ৩জন করে প্রতিজনকে পাঁচ হাজার করে টাকা, দশম শ্রেণীতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ প্রতি বিভাগে ৩জন করে প্রতিজনকে পাঁচ হাজার করে টাকা, ভোকেশান স্কুলে নবম শ্রেণীতে ২ বিভাগে ৪জনকে প্রতিজনকে পাঁচ হাজার করে টাকা ও ভোকেশান স্কুলে দশম শ্রেণীতে ২ বিভাগে ৪জন প্রতিজনকে পাঁচ হাজার করে টাকা মোট ছাত্র/ছাত্রীদের ১ লক্ষ ৬৬হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। প্রতি বছরই অ্যালামনাই এ্যাসোসিয়েশন পক্ষ থেকে মেধাবী গরীব ছাত্র/ছাত্রীদের বৃত্তি পাদান করে থাকে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]