গৌরীপুরে ৩১ দফা বাস্তবায়ন ও দলকে নির্বাচনমুখী করতে বিএনপির আলোচনা সভা

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৫:২৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৫:২৭:৫৩ অপরাহ্ন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন ও দলকে নির্বাচনমুখী করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় ত্বকপুর এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মনোনয়ন প্রত্যাশী আহাম্মদ তায়েবু রহমান হিরণ।

তিনি বলেন, কচ্ছপ আর খরগোসের কিচ্ছার মতো আমরা যেন নাই হই। খরগোস দৌড় দিতে জানে, কচ্ছপ দৌড় দিতে জানে না। দৌড় দিয়ে কেউ ঘুমিয়ে পড়বেন, বিএনপির অবস্থা হয়েছে তাই। আমরা মনে করছি আমাদের অনেক জনসমর্থক। আমরা তো এমনেই পাস করবো। এটি মনে করার কোন কারণ নাই। কারণ সেই কচ্ছপের গতিতে জামায়াত কিন্ত তার কাজ চালিয়ে যাচ্ছে।

ডাকসু নির্বাচন নিয়ে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিবিরের মতো সংগঠন পাস করতে পারে এটা আমার কাছে অবিশ্বাস্য। আমি এটা বিশ্বাস করতে পারি না। আমরা কারচুপির অভিযোগ দেবো, কেনো আমরা কারচুপি ঠেকাতে পারলাম না। তাহলে আমাদের সেই দূরদর্শিতার অভাব ছিল। সুতরাং ব্যর্থতা কিছু নিজের ঘাড়েও নিতে হবে। যেমন জামায়াত শিবির ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে বেরিয়েছে। তেমনি আজকে ছাত্রলীগও জামায়াতের লুঙ্গির নিচে জায়গা নিয়েছে।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা ফ্যাসিস্টদের মতো আমাদের ওপর নির্যাতনের কোন প্রতিশোধ নিতে চাই না। আমরা প্রতিশোধ নেবো। সেই প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব আলী। সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সদস্য মঞ্জরুল হক।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল, তাজুল ইসলাম খোকন, মো. শাহজাহান সিরাজ, জায়েদুর রহমান, মো. ইদ্রিস আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, উপজেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হাশিম সাত্তার মণ্ডল, নজরুল ইসলাম, আবুল হাসিম, মো. আব্দুল হাই, সালাউদ্দিন বকুল, ডৌহাখলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ুগ্ম আহবায়ক শওকত হোসেন সুমন, ডৌহাখলা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান, ডৌহাখলা ইউনিয়ন যুবদল নেতা মোস্তাফিজুর রহমান, শ্রমিকদলের সাধারণ সম্পাদক কাইয়ুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোনায়েদ খান পাঠান সাব্বির, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব চৌধুরী প্রমুখ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]