সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন এনসিপি নেতা স্বপন

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৫:০৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৫:০৪:০৪ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সিনিয়র যুগ্ম সমন্বয়ক এম আতাউর রহমান স্বপন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের পানসী রেষ্টুরেন্ট এর হলরুমে নিজের বিরুদ্ধে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় পরিবেশিত সংবাদের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য রাখেন তিনি।

গত ১০ সেপ্টেম্বর জেলার দোয়ারাবাজার উপজেলার চকবাজারস্থ অস্থায়ী নৌকাঘাট দখল সংক্রান্ত বিষয়ে তাকে জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে যে সংবাদ পরিবেশন করা হয়েছে, তাতে তার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইউনিয়ন পরিষদের তত্বাবধানে শর্তসাপেক্ষে এলাকার লোকজনকে ঐ নৌকাঘাটটি পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। 
 
আতাউর রহমান স্বপন বলেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক দীর্ঘদিন ধরে ঐ নৌকাঘাটটি ভোগদখল করছিলেন। ইদানিং ঐ ঘাটটি ভোগদখলের ব্যাপারে তাকে সহযোগীতার জন্য আমাকে একাধিকবার অনুরোধ করলেও আমি তাকে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে বলি। এতে ফরিদ আহমদ তারেক ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে জেলা এনসিপির প্রধান সমন্বয়কের কাছে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও কাল্পনিক ঘটনার উল্লেখ করে উদ্দেশ্যমূলকভাবে একটি চাঁদাবাজীর অভিযোগ দায়ের করেন। 
 
গুজব রটনাকারীরা ভূমি দখল সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, প্রকৃত সত্য হলো চকবাজারে আমার ক্রয়কৃত চার শতক ভূমিতে মানবিক কারণে দুটি পরিবারকে আমি থাকার জন্য জায়গা দেই। কিছুদিন আগে আমি আমার জায়গায় পাকাঘর নির্মাণের জন্য আশ্রিত পরিবারগুলোকে জায়গা ছেড়ে দেয়ার নির্দেশ দেই।

এতে একটি পরিবার স্বেচ্ছায় আমার জায়গা ছেড়ে দেওয়ার জন্য রাজী হলেও আশ্রিত নাসির আমার জায়গা ছেড়ে যাবেনা বলে জানায়। এই সুযোগে ফরিদ আহমদ তারেক ও তার ভাই কালাম এবং ভাতিজা জুয়েল নাসিরকে নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে চকবাজারে একটি লোকদেখানো মানববন্ধন করে। আমি তাদের এসব পরিকল্পিত গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 
 
বিমান বাহিনীতে সুনামের সাথে চাকুরীর পর অবসরে এসে রাজনীতি করছেন উল্লেখ করে আতাউর রহমান স্বপন বলেন, আমি ও আমার ভাইয়েরা সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে সততার সাথে চাকুরী করেছি। চাঁদাবাজী ও দখলবাজীর সাথে আমাদের পরিবারের কেউ ঘুনাক্ষরেও জড়িত নয়।

সংবাদ সম্মেলনে জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স এর সুনামগঞ্জ জেলা আহবায়ক জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা কমিটির সদস্য আব্দুর রহমান দুলাল, দোয়ারাবাজার উপজেলা আহবায়ক আব্দুস ছোবহান, যুগ্ম সমন্বয়ক মোঃ ইমরান হোসেন ও মোঃ হুমায়ূন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।   


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]